দেশ থেকে যারা বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, সামনের বাজেটে তাদের প্রণোদনা দেয়া হবে। এতে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে; কিন্তু তা ফেরত আনতে পারছি না।’
অর্থনৈতিক বিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারা টাকা দেশ থেকে নিয়ে বিদেশে রেখেছে, তারা যেন ওই টাকা দেশে ফেরত আনতে পারে, সে জন্য আগামী বাজেটে বিশেষ সুবিধা দেয়া হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের সুবিধা বিশ্বের অনেক দেশ দিয়েছে। ফলে পাচার করা টাকা ফেরত এসেছে। ইন্দোনেশিয়াসহ আশপাশের দেশগুলো এ সুবিধা দেয়ায় তারা ভালো ফল পেয়েছে। আসন্ন বাজেটে এ বিষয়ে আমরাও চিন্তাভাবনা করছি।’

প্রণোদনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি এটি একটি ভালো সুযোগ। পাচারকারীরা এ সুযোগ কাজে লাগাবেন বলে তিনি আশাবাদী। বিভিন্ন দেশ এ ধরনের সুযোগ দিয়েছে এবং ভালো সাড়া পাওয়া গেছে। ইন্দোনেশিয়া এ সুযোগ দেয়ায় অনেক টাকা ফেরত এসেছে। আমি মনে করি, সুযোগটি অত্যন্ত ভালো এবং সবাই গ্রহণ করবে।’

মুস্তফা কামাল জানান, দেশ থেকে পাচার করা টাকা দেশে ফেরত আনাকে উৎসাহিত করতে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক কিছু উদ্যোগ নিয়েছে এবং আরও পদক্ষেপ নেবে। বাজেটের আগেই সেটা ঘোষণা করা হবে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড কিছু উদ্যোগ নিচ্ছে। তার প্রতিফলন বাজেটে ঘটবে।