অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। সিনিয়রদের পারফর্ম করার পাশাপাশি আসর শুরুর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কন্ডিশনিং ক্যাম্পের বিকল্প নেই বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
পেসারদের ইনজুরিতে পড়া ঠেকাতে বিসিবিকে রোটেশন করে খেলানোর পরামর্শ তার। এছাড়া ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকা বিজয়-নাইম ইসলামরা বিসিবির রাডারে আছে বলেও জানান ম্যাশ।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফী বলেন, ‘আমি মনে করি, লিটন, তাসকিন, মিরাজরা এখন সিনিয়র প্লেয়ার। ওদের এখন পারফর্ম করার সময় এবং তারা পারফর্মও করছে। ফর্মটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে বিশ্বকাপে ভালো কিছু হবে। বিশ্বকাপের আগে যদি ছোট কোনো টুর্নামেন্ট খেলতে পারে তাহলে সেটা কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। তার চেয়ে ভালো হবে যদি অস্ট্রেলিয়ায় গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করা যায় এবং সেখানে গিয়ে কয়েকটি ম্যাচ খেলা যায়।’
গেল কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছেন পেসাররা। তাসকিন, সাইফুদ্দিন এবাদত, শরীফুল, মোস্তাফিজরা স্বপ্ন দেখাচ্ছেন ম্যাশকে। বাংলাদেশ দলে বর্তমানে চমৎকার একটা পেস বোলিং ইউনিট তৈরি হয়েছে। তবে, টানা খেলার মধ্যে থাকায় ইনজুরিতে পড়ে থেমে যেতে হচ্ছে। সবশেষ দক্ষিণ আফ্রিকায় ইনজুরিতে পড়ে সিরিজের মাঝপথেই ফিরে আসতে হয়েছে তাসকিন ও শরীফুলকে। তাই পেসারদের ইনজুরিতে পড়া ঠেকাতে বিসিবিকে রোটেশন করে খেলানোর পরামর্শ দিলেন ম্যাশ।
তিনি বলেন, ‘পেস বোলার যারা আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে, একটু বিশ্রাম দিয়ে তাদের খেলানো উচিত। যারা পারফর্ম করছে, তাদের দিয়ে সব ম্যাচ খেলিয়ে ফেললে তারা ইনজুরিতে পড়বে। ফলে ব্যাক আপ বোলার থাকবে না।’
ঘরোয়া লিগে দুর্দান্ত খেলছেন বিজয়। রানের ফোয়ারা ছুটছে তার ব্যাটে। অভিজ্ঞ নাইম ইসলামও আছেন ছন্দে। ডিপিএলে নিজে খেলছেন সতীর্থদের পারফরমেন্সে চোখ রাখছেন ম্যাশ। বিসিবির রাডারেই নাকি আছেন বিজয় ও নাঈম। এমনটাই মনে করেন ম্যাশ।
টাইগার সাবেক অধিনায়ক বলেন, ‘ডিপিএলে যারা পারফর্ম করছে তাদের পুরস্কৃত না করলে, অন্যরাও অনুপ্রাণিত হবে না এখানে পারফর্ম করার জন্য। আমি নিশ্চিত নির্বাচক বা কোচিং স্টাফ যারা আছেন তারাও পারফরমার্দের ব্যাপারে পজিটিভ চিন্তা করছেন। ’টাইগার সাবেক অধিনায়ক বলেন, ‘ডিপিএলে যারা পারফর্ম করছে তাদের পুরস্কৃত না করলে, অন্যরাও অনুপ্রাণিত হবে না এখানে পারফর্ম করার জন্য। আমি নিশ্চিত নির্বাচক বা কোচিং স্টাফ যারা আছেন তারাও পারফরমার্দের ব্যাপারে পজিটিভ চিন্তা করছেন।’