উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। তিনি গোয়ালমারী ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে নৌকার প্রার্থী মান্নান প্রধানকে ভোট দিয়ে নির্বাচিত করতে আহবান জানান।
আজ সোমবার(২২ নবেম্বর) বিকালে দাউদকান্দির গোয়ালমারী চৌধুরী বাড়ী মাঠ প্রাঙ্গনে ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মান্নান প্রধানের জন্য ভোট চাইতে গিয়ে গণ-সংযোগ শেষে পথসভায় বক্তব্য কালে বাংলাদেশ আ.লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর নৌকা ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৮ নবেম্বর ভোট বিপ্লবের মধ্য দিয়ে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম হাসানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক হেলাল মাহমুদের সঞ্চালনায় গণ-সংযোগ ও পথসভায় আরো সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারন সম্পাদক রওশন অালী মাস্টার,সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,বশিরুল আলম মিয়াজী, শ্রম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার ও গোয়ালমারী ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন মুন্সীসহ আরো অনেকেই।