শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বানরের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৪ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটি মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে ওই স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক শ্রী রনো দাস বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে গিয়ে মৃত বানরটি উদ্ধার করেন।
সজল দেব জানান, বানরটি পুরুষ প্রজাতির। খাদ্যের সন্ধানে প্রায়শই বনের সাপ, বানর, হরিণ, বনরুই লোকালয়ে প্রবেশ করে অপঘাতে মারা পড়ছে। বনে খাদ্য সংকট প্রকট আকার ধারন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।