দক্ষিন অঞ্চলের বৃহৎ ঈদের জামাত বাগেরহাট ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় ঈদুল আজহার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ বুধবার সকাল ৭টায় ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৭.৪৫ মিনিটে দ্বিতীয় ও ৮.৩০ মিনিটে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহি এই মসজিদে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
মুসল্লিরা মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করলেও যুগ যুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি করতে দেখা যায়নি কাউকে।