বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে পর্নো সিনেমা তৈরি করে অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করার অভিযোগ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়। আদালত রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির
মুম্বাই পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্রাইম ব্রাঞ্চের অধীনে মামলা করা হয়েছিল। এই মামলার তদন্ত চলাকালীন সোমবার (১৯ জুলাই) রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, মামলায় রাজ কুন্দ্রার জড়িত থাকার বিষয়টির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে।