চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ত্রাণ ও সমাজকল্যান উপ কমিটর সদস্য আওয়ামীলীগ নেতা হাশেম রেজা ৮ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ সহায়তা প্রদান করেন।
হাশেম রেজা বলেন দেশে এই দূর্যোকালিন সময়ে আমার এলাকার একটি মানুষও যেন না খেয়ে থাকে। এ জন্য করোনা পরিস্থিতি সময়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।