বরগুনায় ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৮ জুলাই) রাতে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম বাদল খান। পরিবারের সদস্যরা জানান, তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী লাভলী ইয়াসমিন জানান, রোববার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঢুকে বাদলের ওপর হামলা চালায়। তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। লাভলীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে বাদলকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
লাভলী ইয়াসমিন বলেন, বাদল সদ্য সমাপ্ত স্থানীয় ইউপি নির্বাচনে নৌকার কর্মী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ জানান, নিহতের মাথার ডানপাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। জখম গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।