বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকা নিলেন গাড়ীতে বসে। আজ সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি টিকা নেন।
খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।
খালেদা জিয়া ছাড়াও তার বাসভবনের আরও পাঁচজন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।
দ্বিতীয় টিকা ডোজ: খালেদা জিয়া দ্বিতীয় টিকার ডোজের তারিখ নির্ধারিত হয়েছে ১৯ আগস্ট।