চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে । উভয় থানার অফিসার ইনচার্জরা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার ঈদগাও উপজেলার ইসলামপুর গ্রামের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেনকে (২০) শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ছয়টার সময় কেরানীহাট এলাকায় থানার এসআই সুব্রত দাশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে লোহাগাড়া থানা পুলিশের এসআই শামসুদ্দোহা লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে শনিবার (১৭ জুলাই) রাত দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং টেকনাফ থানার সিলবুনিয়া পাড়ার মোহাম্মদ রফিকের মোহাম্মদ ইয়াসিন (২০) ও রোহিঙ্গা ক্যাম্পের চাকমারকুল এলাকার হামিদুল্লাহের ছেলে দিল মোহাম্মদ (২০) কে আটক করে। এদিকে লোহাগাড়া থানায় কর্মরত এসআই মো: দেলোয়ার হোসেন লোহাগাড়ার পদুয়া কাঁচা বাজারে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ সময় অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) গ্রাম গাঁজাসহ সোয়াদেব জলদাস (৩৫)কে আটক করে।
এদিকে লোহাগাড়া থানার এসআই দুলাল চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ১৭ জুলাই রাত সাড়ে এগারোর সময় মাইক্রোবাস গাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী জান্নাতুল ফেরদৌস (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করে।