চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে ধাবিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৮ জন। এর মধ্যে করোনায় ৬ জন উপসর্গে ১ জন। এ নিয়ে জেলায় মৃত্যু হলো ১৫৪ জনের। এদিকে রোগী সেবা বাড়াতে হাসপাতাল ২০০ বেডে উন্নিত করা হয়েছে ।
আজ রোববার (১৮ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ্ আকরাম জানান। গত শনিবার করোনায় ৬ জন ও করোনা উপসর্গে ২ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, হাসপাতালে রোগীর চাপ বাড়াতে ১৫০ থেকে ২০০ বেডের ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। তবে দক্ষ লোকোবলের কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের হিমসিম খেতে হচ্ছে।