গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুরে গার্মেন্টসের শতভাগ শ্রমিক ও কর্মকর্তাকে কোভিড টিকা দেয়া হবে। জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিসসহ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ওই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে ।
আজ রোববার (১৮ জুলাই) সকালে মহানগরের কোনাবাড়িতে কোভিড টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন ।
সিভিল সার্জন খায়রুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, কেয়ার বাঙলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রামেশ সিঙ , গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন প্রমুখ ।