নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় বাধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা।
শুক্রবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ পালিয়ে যায়। নিহত সাজ্জাদ হোসেন আরিফ নাগরিয়াকান্দি এলাকার মোবারক হায়াত এর ছেলে ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের স্বজনেরা জানান, রাতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত।
খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে।