চুয়াডাঙ্গা জেলায় প্রতিদিনই করোনার থাবায় প্রাণ যাচ্ছে কারো না কারো প্রিয় স্বজনের। করোনার আগ্রাসীতে শহর ও গ্রামে কান্নার রোল থামানোর মানুষটাও যেন কেউ নেই। কারণ করোনায় মৃত ব্যাক্তির বাড়িতে কেউ উঁকি দিতে চায় না।

গতকালও চুয়াডাঙ্গা সদরে ৬ জন এবং আরমডাঙ্গায় ৫ জনসহ ১১ জন করেনা ও করেনা উপসর্গে মারা গেছেন। এদের মধ্যে করোনায় ১ জন ও উপসর্গে ১০ জন।

আজ শুক্রবার ( ১৬ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গত বৃহস্পতিবারও সকাল নটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপালে ৬ জনের প্রাণ কেড়েছে করোনায়। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপালের রেড জোনে ১ জন ও ইয়োলো জোনে করোনা উপসর্গে ৫ জনসহ মোট ৬ জন । অপরদিকে একই দিনে করোনা উপসর্গ নিয়ে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে আরো ৫ জনের মৃত্যু হয়েছে । তিনি আরো বলেন, এনিয়ে জেলায় মৃত্যু হলো ১৪৯ জনের। এছাড়া গতকালও ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১০ জন আক্রান্ত হয়েছে যা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.৭৫ শতাংশ। এযাবৎ জেলায় মোট আক্রান্ত ৫ হাজর ১৬৫ জন। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। এদিকে আরো ৩৭ জন সুস্থ্যসহ জেলায় মোট সুস্থ্য হয়েছে ২ হাজার ৯১০জন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপালের রেড ও ইয়োলো জোনে চিকিৎসাধীন রয়েছে ১২৭ জন। এছাড়া জেলার হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় করোনার বিষে কাতরাচ্ছে আরো ১ হাজার ৯৮০ জন।

তিনি আরো জানান,সদর হাসপাতালের রোগীদের সেবা দেওয়ার জন্য আরো চিকিৎসক দরকার। অল্প লোকোবলে রোগীদের চিকিৎসা সেবা দিত চিকিৎসক নার্সসহ সকলকে চরম কষ্ট করেও যখন কোনো ব্যাক্তি মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন খুব কষ্ট হয়। তবুও আমরা রোগীদের পাশে আছি নানা জনের নানা রকম সমালোচনা আলোচনায়।