নরসিংদীর পলাশে বাড়িতে ঢুকে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জুলাই) ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পলাশ থানায় অভিযোগ করেন। ধর্ষণ চেষ্টার অভিযুক্ত সৈকত চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মালপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
সে পলাশে থেকে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে। সৈকত পরিবারের সাথে ঘোড়াশাল পৌর এলাকায় বালুচরপাড়া গ্রামের ইউনুস কেরানির বাড়িতে ভাড়া থাকেন । একই বাড়িতে মায়ের সাথে থাকত ওই কিশোরী। মঙ্গলবার (১৩ জুলাই) বাড়িতে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে সৈকত জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। পরে ওই কিশোরী পার্শ্ববর্তী তাসলিমা নামের এক গৃহবধূর বাড়িতে আশ্রয় নেয়। ওই স্কুল ছাত্রীর মা সন্ধ্যার পর বাড়িতে ফিরলে বিষয়টি তার মাকে জানায়।
পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দীন ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।