তাপসী পান্নুকে অভিনয়ের পাশপাশি এবার প্রযোজক হিসাবেও দেখা যাবে। আজ বৃহস্পতিবার (১৫ জুরাই) প্রকাশ করলেন তার প্রযোজনা সংস্থা ‘আইটসাইডার’ এর লোগো।
তাপসী তার সোশ্যাল হ্যান্ডেলে এখনও কী ধরণের ছবি প্রযোজনা করতে চান, তা নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও, সূত্রের খবর, বাস্তবসম্মত সামাজিক সমস্যা তার প্রযোজনার বিষয় হবেই। তবে প্রযোজনা সংস্থার নাম ‘আউটসাইডার’ রেখে ইতিমধ্যেই তিনি বলিউডকে একটা খোঁচা দিলেন, তা স্পষ্ট। অভিনেত্রী হিসাবে যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বলিউডের স্টার কিডের কাছে ছবি খোয়াতে হয়েছে।