সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, এ সরকার জনগণের পাশে আছে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার অসহায়দের বন্ধু হয়ে কাজ করে ।
আজ বুধবার (১৪ জুলাই) দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন । ঈদুল আযহাকে সামনে রেখে ও করোনাকালে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।
কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন আওয়ামী লীগনেতা রবিউল আলম অলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
স্বাস্থ্যবিধি মেনে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রের মাঝ চাল , তেল, চিনি ও সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।