নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মাহবুবুর রহমান রবিনকে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে দল থেকে অব্যাহতি দেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার (১১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগ নারায়নগঞ্জ শাখার একটি প্যাডে স্বাক্ষরিত চিঠিতে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল এ অব্যাহতি প্রদান করেন।
চিঠিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের জরুরী সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।