বাঁশখালীতে ফাতেমা বেগম (৪৬) নামের এক নারী বৈদ্যকে ক্ষিপ হয়ে কুপিয়ে খুন করেছে মোহাম্মদ এহেসান নামের এক যুবক। আজ সোমবার (১২ জুলাই) সকাল দশটার দিকে শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় ফাতেমা বেগমের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত যুবকের দায়ের আঘাতে রাবেয়া বেগম (৪০), জান্নাতুল ফেরদৌস (২২) এবং নিহত বৈদ্যের মেয়ে বৃষ্টি (৯) সহ তিনজন আহত হয়েছে। ঘাতক এহেসানকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অরথোপেডিক্স সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ফাতেমা বেগম দীর্ঘদিন ঘরে বান-টোনার কাজ করতেন। ঘাতক এহেসান তার কাজ থেকে তাবিজ কিনেন। কথামত তাবিজ কাজ না দেওয়ায় ক্ষিপ্ত হন এহেসান। ফাতেমা বেগমের বাড়িতে গিয়ে কথাকাটাকাটি হয় এহেসানের। এক পর্যায়ে ফাতেমা বেগম সহ তার বাড়িতে থাকা চারজনকে কুপিয়ে জখম করে এহেসান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ফতেম বেগমের মাথার কয়েকটি স্থানে কোপের চিহ্ন ছিল। অন্যদিকে আহত তিনজনের হাতে কুপিয়েছে ঘাতক এহেসান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, ফাতেমা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছে অভিযুক্ত এহেসান। তাকে আটক করা হয়েছে। ঘটনার সময় তার সাথে কোন অস্ত্র ছিলনা। ফাতেমা বেগমের বাড়িতে থাকা দা দিয়েই এহেসান হামলা চালিয়েছে। ধারালো দাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।