নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজুসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১০ জুলাই) এমরান হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজিসহ প্রায় ১৭টি মামলা রয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের বিরুদ্ধেও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়। আভিযোগে উল্লেখ্য, বালু ব্যবসায়ি এমরান হোসেনের নিকট থেকে সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজু, সুজন মিয়া, আলমগীর হোসেন, টিটু মিয়া, মোঃ শুভ ও নাদিম মিয়া কয়েক দিন যাবত তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ব্যবসায়ি চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় বালু ব্যবসায়ি এমরান হোসেনের ড্রেজারের বালু বাহি রানিং ৩২ টি পাইপ ভাংচুর করে। এসময় ড্রেজারের স্টাফ মফিজুল ও শফিক ভাংচুরে বাধা দিলে তাদের কিল ঘুষি লাথিসহ এলোপাতাড়ি লাটি পেটা করে। আহতদের সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।