প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে পাওয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অক্সিজেন সিলিন্ডার, পাল্স অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটর মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির নিকট হস্তান্তর করেন ।
আজ শনিবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বাগেরহাট সিভিল সার্জন কে. এম. হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক উপস্থিত থেকে এই সরঞ্জামাদি হস্তান্তর করেন ।