খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ ফারজানা আক্তার ববি’র (অ.দা) সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আঃ আজিজ, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খাঁন, পৌর মেয়র মোঃ সামছুল হক, ভাইস- চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি অনুসরন করতে সকল কে মাস্ক পরিধান বাধ্যতামুলক করা, লকডাউন বাস্তবায়নে কার্যকরী ব্যাবস্থা গ্রহণ, করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার ১১ টি হাটে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে কর্মকর্তা নিয়োগ করা, এন্ট্রি পয়েন্টে চেক পোস্ট কার্যকর করা, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অক্সিজেন সহায়তা ও অস্থায়ী ভিত্তিতে কর্মচারি নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।