চুয়াডাঙ্গা জেলায় করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত চব্বিশ ঘন্টায় করোনায় ২ জন ও উপসর্গে ৫ জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে শুক্রবার (৯ জুলাই) সরকারি ছুটি থাকায় সব নমুনার ফলাফল না আসলেও মাত্র ২৭ জনের নমুনায় নতুন আক্রান্ত হয়েছে আরো ৭ জন । যা পরীক্ষার বিবেচনায় শানাক্তের হার ২৪.১৩ শতাংশ। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িছে ১৩৩ জনে।
চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ্ আকরাম জানান, শুক্রবার সকাল ৮ টা থেকে আজ শনিবার (১০ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় রেপিট এন্টজেন্ট পরীক্ষায় করোনায় ২ জন ও করোনা উপসর্গে ৫ জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার ছুটির দিনের কারণে সব নমুনা পরীক্ষার ফলাফল না পেলেও মাত্র ২৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট রোগীর সংখ্যা ১ হাজার ৮৮০ জন।
এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড ও ইয়োলো জোনে ১২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া ১ হাজর ৭৫৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে জেলার বেশ কয়েকজন প্রতিষ্ঠান ও ব্যাক্তি উদ্যোগে সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে। এছাড়া সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৮ টি বেডের আইসিইউ প্লান্ট স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলা একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। তবে আইসিইউ স্থাপন করলেও তা ব্যবহার সম্ভব হবে না চিকিৎসক নিয়োগ না দিলে।