দেশের সকল রুটে ফেরীতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।
আজ শুক্রবার ( ৯ জুলাই) থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স এবং সরকারি কাজে ব্যবহৃত পরিবহন পারাপার করা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো: তাজুল ইসলাম দৈনিক দেশকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ফেরীতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মন্ত্রিপরিষদ বিভাগই সিদ্ধান্ত নেবে।