বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে ৩৫০ অসহায় দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) সকালে বাগেরহাট শহরের মাড়িয়াপল্লীতে আনুষ্ঠানিক ভাবে হত দরিদ্রদের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলামসহ আরো অনেকে।
পরে জেলা প্রশাসক যৌনপল্লী, হিজড়া পল্লী, হরিজন ও রবিদাস সম্প্রদায়ের পল্লীতে গিয়ে দরিদ্র পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক, মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মহামারী করোনার এই কঠোর বিধি নিষেধের কারনে যারা কর্মহীন হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা কাজ হারিয়েছে, বাড়িতে খাবার নেই তাদের প্রত্যেকের বাড়ীতে যেন ত্রান পৌছায়। সেই লক্ষ নিয়ে আমরা হিজরা, যৌনকর্মী, হরিজন , রবিদাস সম্প্রদায়সহ চায়ের দোকান, রিক্সাচালক , ভ্যানচালকসহ যারা কাজ হারিয়েছে তাদের প্রত্যেককে ত্রানের আওতায় এনেছি।