চুয়াডাঙ্গায় চব্বিশ ঘন্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৮ জনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত ১৯১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.০৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৮৯৬ জন। এ যাবৎ সুস্থ্য হয়েছে ২হাজার ৩৮৫ জন। মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ্ আকরাম জানান, চুয়ডাঙ্গা বুধবার (৭ জুলাই) সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় ৩ জন ও করোনা উপসর্গে ৮ জনসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫১৫ জনের নমুনায় ১৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতালের রেড ও ইয়োলো জোনে ১৩২ জন রোগী হোম আইসোলেশন ১৬২১ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসাধীন রয়েছে।