চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াসমিন আক্তার (৩৫) নামের এক নারীকে কুপিয়েছে তার স্বামী আব্দুল জব্বার জসিম (৪২)। কোপানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আত্মসমর্পণ করে জসিম।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় ঘটনাটি ঘটে। রাত ১০ টার দিকে বাবাকে আসামী করে মামলা দায়ের করেছে তার ছেলে মোহাম্মদ মামুন।
আহত ইয়াসমিন আক্তারকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘাতক জসিম গত দুবছর ধরে বেকার। ইচ্ছে করেই কাজকর্ম করে না জানায় তার পরিবারের লোকজন। বড় ছেলে মামুন মজুরির কাজ করে পরিবারের ভরণপোষণ করত। টাকার জন্য প্রায়ই তার স্ত্রী ইয়াসমিনকে মারধর করত জসিম। ঘটনার দিন সিগারেট কেনার জন্য স্ত্রী ইয়াসমিনের কাছে টাকা খোঁজে জসিম। ইয়াসমিন জানায় টাকা তার কাছে নেই। এ নিয়ে তর্কাতর্কি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এক পর্যায়ে স্ত্রীকে ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায় জসিম। এরপর নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরীর কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করে জসিম। ইউএনও থানায় খবর দিয়ে জসিমকে পুলিশের হাতে তুলে দেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, মাকে কুপিয়ে আহত করার ঘটনায় বাবা জসিমের বিরুদ্ধে বড় ছেলে মামুন বাদী হয়েছে মামলা দায়ের করেছে। জসিম পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।