বঙ্গোপসাগরে সরকার ঘোষিত ৬৫ দিনের অবরোধ এবং কঠোর লকডাউনে অসহায় ৫০টি জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার (৭ জুলাই) সকাল এগারটায় কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লীতে গিয়ে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডর ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা নিজস্ব রসদ ভান্ডার থেকে চাল,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলামসহ অন্যান্য সেনা সদস্যরা।