পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৮টি ট্রলার, চার লাখ মিটার জাল ও পাঁচ মণ মাছসহ ৬৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
পরে তাদের মুচলেকা নিয়ে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ দু:স্থদের মাঝে বিতরন করা হয়। মঙ্গলবার (৬ জুলাই) পটুয়াখালীর বঙ্গোপসাগরের সোনারচরের মোহনায় কুয়াকাটা নৌ পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
কুয়াকাটা নৌ-পুলিশর এএসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদর ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়ছে। অবৈধভাবে মাছ শিকারী জেলেদর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।