ফরিদগঞ্জে সোহাগ গাজী(৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
আজ রবিবার বেলা এগারোটার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম পাড়া গাব্দের গাও গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো: লিটন জানান, রবিবার ভোর রাতে পরিবারের লোকজন ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। এসময় তারা বসতঘরের পাশে একটি আম গাছের ডালের সাথে সোহাগ গাজীকে ফাঁস নেয়া অবস্থায় দেখতে পায়। ঐ যুবক গত চার/পাঁচ বছর যাবত মানসিক ভারসাম্যহীন ছিলো বলে পরিবারের লোকজন জানায়। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।