যশোর জেলায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থায় যশোরে লকডাউন কঠোর করার জন্য মাঠে দায়িত্ব পালন করছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও ম্যাজিস্ট্রেট।
যশোরে শহরে বিনা প্রয়োজনে কেউ প্রবেশ করলে তাকে গুনতে হচ্ছে জেল-জরিমানা। শহরের তুলনায় এখন গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এজন্য শহরের পাশাপাশি কিছু ইউনিয়ন ও গ্রামে লকডাউন কঠোর করা হয়েয়ে।
আজ শনিবার (৩ জুলাই) যশোরে করোনা আক্রান্তের সংখ্যা ২৫১ জন। যশোর সদর উপজেলা ১৬৩ জন পজেটিভ। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখন করোনা রোগীদের জন্য আর কোন বেড খালি নেই। এর ফলে করোনা আক্রান্ত করোনা উপসর্গ নিয়ে,যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদেরকে বেড দেয়া যাচ্ছে না।
আজ শনিবার যশোর জেনারেল হাসপাতালে করোনা রেড জোনে ৯ জন ও ইয়োলো জোনে ৬ জন করণা উপসর্গ নিয়ে মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ আহমেদ জানান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় মারা গেছে ১৫ জন। হাসপাতালে আরো নতুন ৩৪ টি করোনা বেড প্রস্তুত করা হচ্ছে।