চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৭)। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের ক্যাব দেলগাদো প্রদেশের বালামা সিটি এলাকায় তারমুদির দোকানের ব্যবসা ছিল।
প্রায় দুই বছর পূর্বে তিনি মোজাম্বিকে পাড়ি জমান। তিনি ব্যক্তিগত জীবনে তিন মেয়ে এক ছেলের জনক।
গত শুক্রবার (২ জুলাই) মোজাম্বিক সময় সকাল দশটায় মোজাম্বিকের নামপুলা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে অসুস্থ হয়েছিলেন।
আরেক মোজাম্বিক প্রবাসী মুজিবুর রহমান বলেন, কিছুদিন পূর্বে নাজিম উদ্দিন স্ট্রোক করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হয়ে যান। মোজাম্বিকের স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে নিজাম উদ্দিন বাংলাদেশে চলে আসার জন্য সিদ্ধান্ত নেন। বিমানের টিকিটও করে ফেলেন। কিন্তু ফ্লাইটের দিন শারীরিক অবস্থা বিবেচনা করে মোজাম্বিকের বিমান কতৃপক্ষ তার ফ্লাইট বাতিল করেন। পরে তাকে নামপুলা সেন্ট্রাল হসপিতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। শুক্রবার মোজাম্বক সময় সকাল দশটায় তিনি হাসপাতালে মারা যান।