বাগেরহাটের চিতলমারীতে কঠোরভাবে লকডাউন পালন হচ্ছে। হাট-বাজারে বিনা কারণে বের হলে জরিমানা গুনতে হচ্ছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিচ্ছে কিছু মানুষ।
এ ব্যাপারে সমাজ সেবক দেবাশিষ বিশ্বাস ও টিটব বিশ্বাস জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়। এ জন্য তারা রাতদিন কাজ করছেন। কিন্তু এরপরও প্রশাসনের চোখ ফাঁকি দিচ্ছে কিছু মানুষ পাড়া ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের দোকানে ভিড় জমাচ্ছে চায়ের আড্ডায়।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান বলেন, এ উপজেলায় জুন মাস থেকে করোনায় আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সেচ্ছাসেবীরা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত প্রত্যন্ত গ্রামাঞ্চলেও টহল দেয়া হচ্ছে।