করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারিতে ব্যক্তিগত গাড়ির দাপট কম দেখা গেছে।
শুক্রবার (০২ জুলাই) ছুটির দিন হওয়ায় সকালে ঢাকার সড়কগুলো গতকালের তুলনায় আরও বেশি ফাঁকা ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত রিকশা ও ব্যক্তিগত গাড়ি কম চোখে পড়েছে।
সরেজমিনে রাজধানীর গাবতলী, মিরপুর, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার ও শান্তিনগর এলাকা ঘুরে দেখা যায়-এসব সড়কে গাড়ির সংখ্যা কম। যে কয়টি গাড়ি বের হয়েছিল সেগুলোকে আবার পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হয়েছে।
গতকাল বৃহস্পতিবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। ওই দিন রাজধানীর মোহাম্মাদপুর, পান্থপথ, বাংলামোটর, খিলগাঁও, ফার্মগেট এলাকায় ওষুধের দোকান ছাড়া বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তবে প্রধান সড়কে মানুষের চলাচল কিছুটা দেখা গেছে।
আজ শুক্রবার গতকালের তুলনায় মানুষের চলাচল কমেছে অনেকটা। অফিস বন্ধ থাকায় বিনা কারণে মানুষ ঘর থেকে বাইরে বের হয়নি।
বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় গতকাল বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হতে হয়েছে অথবা জরিমানা দিতে হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বের হওয়ায় গতকাল ঢাকায় ৭৫৫ জন গ্রেপ্তার ওআটক করা হয়।
আজ শুক্রবার বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে। মোবাইল কোর্টে জরিমানা করেছে ২০৮ জনকে। ট্রাফিক কর্তৃক ৬৮টি গাড়িতে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ডিএমপি।
কঠোর লকডাউনের প্রথম দিনেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছিল রাজধানী। তবে সেদিন জরিমানা গুনেছে যানকে।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সোহেল রানা দেশ’কে বলেন, আজকে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম, যেসব গাড়ি বের হয়েছে বেশিরভাগ জরুরি প্রয়োজনে।