কয়েক দিনের টানা বৃষ্টি ভারী বর্ষণের কারণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নদী ভাঙ্গন দেখা দিয়েছে । চোখের সামনে আবাদী জমিগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
এমন নদী ভাঙ্গনের দৃশ্য দেখা যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বাহাদুরাবাদ ইউনিয়নে ঝালরচর বাজার ও চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজারে, পার্শ্ববর্তী এলাকা গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এরেন্ডাবাড়ী ইউনিয়নে, হড়িচন্ডী এলাকার বৌ- বাজার, হাজিপাড়া, উত্তর হড়িচন্ডী পুরাতন ব্রহ্মপুত্র নদে। নদী ভাঙ্গনে শত শত বাড়ি ঘর আবাদি জমির পাট, ধান, তিল ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে গিয়ে দেখা যায় দুই জেলার ব্রহ্মপুত্র নদের বাসিন্দারা জানায়, ফসলি জমি ঘরবাড়ি রাস্তাঘাট এমনকি বিদ্যুতের খুঁটি যেখানে সরকার বিদ্যুৎ প্রতি ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দিয়েছে কিন্তু নদী ভাঙ্গনের কারণে তা বিলীন হয়ে যাচ্ছে ।
এরেন্ডাবাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল দৈনিক দেশকে জানান ভাঙ্গন রোধ করার জন্য নদীর বাঁধ নদী শাসন করতে হবে।