নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংবাদের তথ্য সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। তার হত্যার বিচারের দাবীতে মানব্বন্ধন করেছে বাঁশখালী প্রেস ক্লাবের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদের ফটকের সামনে মানব্বন্ধনটির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক দিলীপ তালুকদার, যুগ্ন আহবায়ক ও পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক ও আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দেশ ও ইউটিভি প্রতিনিধি হিমেল বাপ্পা, ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ মো. শফিউল্লাহ, যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, আলোকিত বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, সকালের সময় প্রতিনিধি মোঃ দিদার, গণকন্ঠ প্রতিনিধি মো. আফনান চৌধুরী, মো. রিয়াজ সহ
বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত গত শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে খবরের তথ্য সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন মুজাক্কির। পরেরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।