লিগে নাপোলির কাছে হেরেছিল জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগে হেরেছিল পোর্তোর কাছে। টানা এই দুই হারের পর গতকাল জয়ের ধারায় ফিরল আন্দ্রেয়া পিরলোর দল। সিরি আতে ৩-০ গোল জিতল ক্রোতনের বিপক্ষে।
লিগ টেবিলের তলানিতে থাকা ক্রোতনের বিপক্ষে জুভেন্টাস জিতবে এটা জানা কথাই। কিন্তু এই ম্যাচে যেটা সবচেয় বেশি খুশি করতে পারেন কোচ আন্দ্রেয়া পিরলোকে, সেটি হলো রোনালদোর প্রবল গোলক্ষুধা। পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে হ্যাটট্রিকই হয়ে যেত তাঁর। তা না হলেও জোড়া গোল করছেন। ৩৮ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর ক্রসে হেড করে গোলটি করেন তিনি। বিরতির ঠিক আগে তাঁর দ্বিতীয় গোলটিও হেডে। এবার ক্রসটি ছিল অ্যারন রামসির। ৬৬ মিনিটে দলের ব্যবধান ৩-০ করে ওয়েসটন ম্যাককেনি।
গতকালের জোড়া গোল নিয়ে চলতির সিরি আর সর্বোচ্চ গোলদাতা হিসেবে আবির্ভুত হলেন রোনালদো। ১৯ ম্যাচে তাঁর গোল ১৮টি। ১৭ টি গোল নিয়ে পর্তুগিজ উই্ঙ্গারের পরই আছেন ইন্টার মিলানের রোমেলু লুকাকু।
গতকালের জয়ে ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে জুভেন্টাস। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপের ইন্টার মিলান। ইন্টার ও জুভেন্টাসের মাঝে থাকা এসি মিলানের পয়েন্ট ৪৯।