চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলে বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে আকাশে ওড়ছিল পিএসজি। ওই জয়ের প্রেরণা নিয়ে লিগে কোথায় ভালো খেলবে এমবাপ্পেদের দল তা নয়, উল্টো ঘরের মাঠে হেরে গেল ২-০ গোলে। তাদের বাস্তবতার জমিনে নামিয়ে আনল মোনাকো।
চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন নেইমার। খেলা হয়নি অ্যাঙ্গেল ডি মারিয়ারও। কিন্তু তাঁদের ছাড়াই যদি বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও, ফ্রেঞ্চ লিগ ওয়ানে দেখা গেল অন্য পিএসজিকে। ভালো খেলেও অনেক সময় হেরে যায় দল। কিন্তু জেতার মতো খেলতে কি পরেছে পিএসজি!
পিএসজির বল পজেশন ছিল ৭৫ শতাংশ। কিন্তু লক্ষ্যে তারা শট নিতে পেরেছে মাত্র ১টি। যেখানে মোনাকো গোলে শট নিয়েছে ৩টি। বার্সেলোনার বিপক্ষে পিএসজির জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে হ্যাটট্রিক করা ফরাসি এই ফরোয়ার্ড কাল ছিলেন নিষ্প্রভ। তাতে ঘরের মাঠেও নিষ্প্রভ হয়ে পড়েছিল পিএসজিও।
ম্যাচের ৬ মিনিটেই সোফিয়ানে দিয়ুপ এগিয়ে দেন মোনাকোকে। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুইলার্মো মারিপান।
গতকালের হারের পর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে পিএসজি। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিল। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিল ও পিএসজির মাঝে লিওঁ।
লিগে দুই দলের প্রথম সাক্ষাতেও ঘরের মাঠে মোনাকো জিতেছিল ৩-২ গোলে।