শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলবেন সাকিব আল হাসান। ছুটি চাইলে ছুটি দেওয়া হবে আইপিএল নিলামে দল পাওয়া মোস্তাফিজুর রহমানকেও। আইপিএলের বাইরেও কত ফ্র্যাঞ্জাইজি লিগ আছে-পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ টি-টোয়েন্টি…। একটার পর একটা চলতেই থাকবে ফ্র্যাঞ্জাইজি লিগ, আর একেকজন ক্রিকেটার তাতে খেলার জন্য চাইবেন ছুটি!
এভাবে চলতে দেওয়া যেতে পারে না বলে মনে করে বিসিবি। ক্রিকেটাররা ছুটি চাইলে তাঁদের আটকানো যাবে না। এটা মেনে নিয়েও সিরিজের আগে ক্রিকেটারদের খেলতে না চাওয়ার পথ আটকাতে উপায় খুঁজছে বিসিবি। আজ এ নিয়েই আলোচনা হয়েছে বিসিবিতে। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ক্রিকেটারদের সঙ্গে আগে থেকেই চুক্তি করে রাখা হবে। যাঁরা ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট খেলতে চান, তাঁদের আগেই বলে রাখতে হবে। সে ক্ষেত্রে টেস্ট এবং ওয়ানডে-টি-টোয়েন্টি ধরে ধরে চুক্তি করবে বিসিবি। কেউ যদি টেস্ট খেলতে না চায়, তবে আগেভাগেই জানিয়ে দিতে হবে। তা হলে ওই বলের চুক্তিতে তাঁকে রাখবেই না বিসিবি। আর যদি কোনো ক্রিকেটার দেশের খেলাকে প্রাধান্য দেয় এবং চুক্তি সই করে, তাহলে তাঁকে ছাড়া হবে না। বোর্ড সভাপতির ভাষায়, ‘আজ আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। ওদের (জাতীয় দলের ক্রিকেটারদের) সঙ্গে একটা চুক্তি করব। ওই চুক্তিতে আরও নতুন কিছু (ধারা) যুক্ত হবে। ওখানে পরিষ্কার লেখা থাকবে যে, কে কোন ফরম্যাট খেলতে চায়, তাদেরকে তা বলতে হবে। যদি ওই সময়ে তাদের অন্য কোনো খেলা থাকে, তাহলে তারা সেখানে নাকি দেশের হয়ে খেলবে-এটা জানাতে হবে। যারা এই চুক্তিতে (দেশের হয়ে খেলা) সই করবে, তাদের আমরা যেতে দিব না।’
আসলে এত সব আলোচনা সাকিব আল হাসানের আইপিএল খেলা নিয়েই। আগেও আইপিএলে খেলেছেন সাকিব। কিন্তু এবার এবার এমন সময়ে আইপিএল খেলার জন্য ছুটি নিয়েছেন যার আগে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। আইপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও না খেলে সাকিব খেলবেন মাল্টি মিলিয়ন ডলারের আইপিএলে। আর এতেই উঠে এসেছে সেই পুরোনা বির্তক-আগে জাতীয় দল না ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট?
প্রসঙ্গ ক্রমে নাজমুল হাসান বললেন সাকিবকে নিয়েও। তিন বছর আগেই টেস্ট খেলতে অনীহার কথা বলেছিলেন সাকিব জানয়ে বিসিবি সভাপতি বললেন, ‘ও এমনিতেই টেস্টের প্রতি অত আগ্রহ দেখায়নি। চেয়েছিল না খেলতে। তখন তো ওকে টেস্ট অধিনায়কই করে দেওয়া হলো। জোর করে চেষ্টা করলাম তো! কিন্তু আসলে জোর করে খেলানোর মানে হয় না।’