অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভালোবাসা দিবসে প্রেম নিয়ে মুখ খুলেছেন। নিজের জন্য কেমন পাত্র বা প্রেমিক তার পছন্দ, তা জানিয়েছেন।
আলোচিত এই অভিনেত্রী আরও জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা।
২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। বহু জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সহপাঠী রাজিব আহমেদের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে ২০১০ সালে বাগদান সম্পন্ন হয়েছিল প্রভার। কিন্তু পরে একই বছর সহকর্মী ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়।
২০১১ সালে ফের মাহমুদ শান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। তবে ২০১৫ সালের মাঝামাঝিতে শান্ত-প্রভার ডিভোর্স হয়ে যায়।