রাফায়েল নাদাল অকপটেই স্বীকার করেন, তাঁর চাচা টনি নাদাল না থাকলে হয়তো টেনিসেই আসা হতো না তাঁর! শৈশব-কৈশোর থেকে শুরু করে টেনিসের বিশ্ব মঞ্চে আবির্ভূত হওয়া-সব সময়ই কোচ টনি ছায়া সঙ্গী হয়ে নাদালের পাশে থেকেছেন। সেই টনি নাদালের দুই ছেলে টনি জুনিয়র ও ইয়োহান নাদাল এবার এসে পড়লেন পেশাদার টেনিসে!
নাদালের টেনিস একাডেমিতেই বড় হয়েছেন ১৭ বছর বয়সী টনি ও ১৬ বছর বয়সী ইয়োহান। মানাকোর যে একাডেমিতে কোচিংয়ের দিকটার পুরোপুরি দেখভালের দায়িত্ব টনি নাদালের। হাতে কলমে যে শিক্ষাটা তাঁর কাছ থেকে পেয়ে নাদাল হয়ে উঠেছেন আজকের রাফায়েল নাদাল, সেই শিক্ষাটাই টনি নাদাল দিয়েছেন তাঁর দুই ছেলেকে। নাদালের মতো তারাও কী মাতাবেন টেনিসের বিশ্ব মঞ্চ?
উত্তরটা সময়ের হাতেই। তবে যাঁর হাতে তৈরি রাফায়েল নাদাল, তাঁর হাত ধরেই টেনিসে আবির্ভাবের কারণে সবার নজর থাকবে তাঁর দুই চাচাতো ভাইয়ের ওপর। পেশাদার সার্কিটে অবশ্য জয় দিয়েই শুরুটা হয়েছে টনি ও ইয়োহানের। আইটিএফ বাছাইপর্বে সপ্তাহান্তে তাঁরা জিতেছেন নিজ নিজে খেলায়। টুর্নামেন্টের মূল পর্বে আসার জন্য বাছাইপর্বে আরও দুটি করে ম্যাচ জিততে হবে তাঁদের।