ফুটবলে ‘অফিশিয়াল’ ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কার? এই প্রশ্নে এত দিন নাম নিতে হতো জোসেফ বিকানের। কিন্তু অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে হয়ে খেলা বিকানের পাশাপাশি এখন থেকে নিতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর নামটিও। সবচেয়ে বেশি ৭৫৯ গোল করার বিকানের মর্যাদাপূর্ণ রেকর্ডটি যে কাল ছুঁয়ে ফেলেছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।
ত্রিশ থেকে পঞ্চাশের দশকে যখন মাঠ মাতাতেন স্লাভিয়া প্রাগের হয়ে ক্যারিয়ারের সিংগভাগ সময় কাটানো বিকান, তখন বতর্মান সময়ের মতো নিখুঁভভাবে গোলের হিসাব রাখা হতো না। তাই ফুটবলে অফিশিয়াল ম্যাচে সবচেয়ে বেশি গোল কার তা নিয়ে একটা বিতর্কও আছে। রেকর্ড ডট স্পোর্ট ডট সকার স্টাটিসটিকস ফাউন্ডেশন অবশ্য দেখাচ্ছে, অফিশিয়াল ম্যাচে সবচেয়ে বেশি গোল বিকানেরই। বিভিন্ন রেকর্ডে তাঁর গোলের সংখ্যা বিভিন্ন রকম দেখালেও বিকানকেই ধরা হয়ে থাকে অফিশিয়াল ম্যাচের সর্বোচ্চ গোলদাতা। অনেকেরই মতে বিকানের গোলসংখ্যা ৭৫৯।
সেই সংখ্যাটা এখন রোনালদোরও। কাল সাসসুয়োলোর বিপক্ষে জুভেন্টাসের ৩-১ গোলের জয়ে সিরি আর চ্যাম্পিয়নদের শেষের গোলটি করেন রোনালদো। সে গোলেই বিকানের পাশে নাম লিখিয়েছেন জুভ তারকা। রেকর্ডটি ছুঁতে রোনালদোকে খেলতে হয়েছে ১০৩৯ টি ম্যাচ।
৩ জানুয়ারি উদিনেসের বিপক্ষে ঘরের মাঠে জোড়া গোল করেছিলেন রোনালদো। তাতেই অফিশিয়াল ম্যাচে সবচেয়ে বেশি গোলের ক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে (৭৫৭) ছাড়িয়ে গিয়েছিলেন। নিজের গোল সংখ্যাটিকে উন্নিত করেছিলেন ৭৫৮-এ। কাল সাসসুয়োলের বিপক্ষে যোগ হওয়া সময়ে গোল করে ৩৫ বছর বয়সী রোনালদো ছুঁয়ে ফেললেন বিকানকে। তাঁকেও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়াটা রোনালদোর জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।