আক্রান্ত
৫২৭,০৬৩
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো বিচারকাজ।
সাক্ষী উপস্থাপনের জন্য ১৭ই ফেব্রুয়ারী পরবর্তী তারিখ নির্ধারন করা হয়েছে।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে এ শুনানি হয়। এ মামলার অপর আসামিরা হলেন, মোহাম্মদ লুৎফুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মিয়া মোহাম্মদ ইউনুস, তোফাজ্জল হোসেন ও মো. আব্দুল হক।
আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক। বাকি তিন আসামি জামিনে রয়েছেন।