চাপের মুখে ভারত। জয়ের জন্য তাঁদের করতে হবে ৪০৭ রান। চতুর্থ ইনিংসে দুর্দান্ত একটা সূচনা সে চাপটাকে কমিয়ে আনত পারত। কিন্তু সেটি তো হয়ইনি, উল্টো ৯২ রানে খুইয়ে ফেলেছে ২ উইকেট। তাই উল্টো চাপ আরও বেড়েছে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ৯৮/২। আগামীকাল সোমবার সিডনি টেস্টের শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের করতে হবে ৩০৯ রান। আর হার এড়াতে চাইলে হাতের ৮ উইকেট নিয়ে কাটিয়ে দিতে হবে সারাটা দিন!
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত করেছিল ২৪৪ রান। তাই চাপের মুখে চতুর্থ ইনিংসে বাকি ৮ উইকেটে ভারত আরও ৩০৯ রান করতে পারবে বলে মনে হয়না। অবশ্য ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শেষ দিনে ভারত নাটকীয় কিছু করে বসলে সেটি হবে নতুন ইতিহাস, যার কথা নাতি-নাতনিদের শোনাতে পারবেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেরা!
বড় রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে এসে শুভমান গিলকে নিয়ে রোহিত শর্মা ওপেনিংয়ে ৭১ রান করেছিলেন। হ্যাজলউডের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন গিল (৩১)। ৫০ রান করে কামিন্সের শিকার হয়ে ফিরে যান রোহিতও। ৯ ও ৪ রান নিয়ে উইকেটে আছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে।
এর আগে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। মারনাস লাবুশেন ৭৪ ও স্টিভ স্মিথের ৮১ রানের ক্যামেরন গ্রিন ৮৪ রান করলে ইনিংস ঘোষণার অবস্থানে যায় অস্ট্রেলিয়া।
মাঠে ভারতীয় ফিল্ডাররা দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ। আগের দিনও যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে লক্ষ্য করে কটুক্তি করেছিলেন দর্শকেরা। আজও সিরাজকে লক্ষ্য করে দর্শকেরা বর্ণবাদী মন্তব্য করলে ব্যাপারটি আম্পায়ারদের গোচরে আনেন ভারতীয় অধিনায়ক রাহানে। পরে গ্যালারির যে অংশ থেকে বর্ণবাদী মন্তব্য এসেছিল, সেই অংশের দর্শকদের মাঠ থেকে বের করে দেয় নিরাপত্তাকর্মীরা।