আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ইলেকটোরাল কলেজের দেয়া ভোটগুলো গণনা হচ্ছিল এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছিল, ঠিক তখনই ট্রাম্প সমর্থকরা নিরাপত্তা বেস্টনি ভেঙে ক্যাপিটাল ভবনে ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।
এদিকে, নজিরবিহীন এ ঘটনায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র। আর বিক্ষোভ বন্ধ করে সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জো বাইডেন।