বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও শুদ্ধ সাংবাদিকতায় সম্মাননা দেয়া হলো ‘দৈনিক দেশ’ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস’কে। স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার রাতে ঝালকাঠি বাসষ্ট্যান্ট সংলগ্ন সংগঠন কার্যালয় চত্তরে আনুষ্ঠানিক ভাবে তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এম.এ মালেক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, সমাজ সেবক আমিনুল ইসলাম লিটন তালুকদার এবং জানে আলম জনি। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন শিক্ষানুরাগী ও কবি আল আমিন বাকলাই।
সংগঠনটির সভাপতি রিয়াজ খান অশ্রু বলেন, প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাহেন্দ্রক্ষনে ঝালকাঠিতে বিভিন্ন ক্যাটাগরিতে গুনি ব্যাক্তিদের আমরা সম্মাননা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর আমাদের বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও শুদ্ধ সাংবাদিকতা ক্যাটাগরিতে আমরা ঝালকাঠি প্রেস ক্লাবের দু’জন সদস্যকে মনোনীত করে সম্মাননা দিয়েছি। এদের একজন হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ঝালকাঠি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু এবং অপরজন হলো দৈনিক দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হাসনাইন তালুকদার দিবস।