জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রচিত ‘বঙ্গবন্ধু বাঙালি এবং প্রাসঙ্গিক চিন্তাভাবনা’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জবি উপাচার্যের সভা কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক খন্দকার মোনতাসির হাসান।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান।
গ্রন্থটি মেরিট ফেয়ার প্রকাশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের বিপণন কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য ‘বঙ্গবন্ধু বাঙালি এবং প্রাসঙ্গিক চিন্তাভাবনা’ গ্রন্থটিতে স্থান পাওয়া প্রবন্ধগুলোর বেশিরভাগ সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে রচিত। এই প্রেক্ষাপট মনে রেখেই প্রবন্ধগুলো সংকলন করা হয়েছে। গ্রন্থটির ভাষান্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক খন্দকার মোনতাসির হাসান এবং প্রভাষক রাবিতা রহমান।