সৌদিআরবের তায়েফ আল তুরাবা এলাকায় সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের খাদিমান (গঙ্গাজল) গ্রামের সিরাজ উদ্দিন (৪০) মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার সৌদি সময় সকাল অনুমান সোয়া ৭টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় তিনি সহ কানাইঘাটের আরও দু’জন নিহত হন। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরিবারে চলছে শোকের মাতম।
নিহত সিরাজের সহপাঠি আজিজুর রহমান খান জানান দীর্ঘ প্রায় ১৬ বছর থেকে সৌদিআরবে বেশ ভালো অবস্থানে রয়েছেন সিরাজ। দুর্ঘটনার শিকার গাড়িটির চালক ছিলেন তিনি। নিহতের মরদেহ দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।