সিলেট নগরীর চালিবন্দরে গাজী বুরহান উদ্দিন ট্রান্সপোর্টের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
শুক্রবার জুমার নামাজের সময় সৃষ্ট অগ্নিকাণ্ডে ঐ ট্রান্সপোর্টের গোডাউন ছাড়াও নিজাম ওয়ার্কশপ ও আলিম স্টোরের মালামাল পুড়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কারনায়েন জানান, আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানই একই মার্কেটের। পুড়ে যাওয়া মালামালের মধ্যে সাইকেলের পার্টস, জুতা ও কাপড় ছিল। ঘটনাস্থলের পাশে একটি তুলার ফ্যাক্টরি ও বাস স্ট্যান্ড ছিল। এতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। ফলে তাদের ৬টি ইউনিটই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা ১টা থেকে সৃষ্ট আগুন বেলা ২টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। সবমিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।