বাংলাভাষার সেরা দৈনিক কাগজ হয়ে ওঠার সকল আয়োজন যখন সম্পূর্ণ, তখন দেশ পরিবার তার নিয়োগপ্রাপ্ত সকল জেলা প্রতিনিধিদের বেতন প্রক্রিয়ায় সংযুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
আজ রাত্র ৮টায় দেশ বার্তা বিভাগে প্রেরিত, দেশ পরিবারের মানব সম্পদ বিভাগ প্রধান কায়সার ইউ এনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে সকল জেলা প্রতিনিধি ইতোমধ্যেই তাদের জন্য নির্দিষ্ট প্রতিনিধি ডেটাফরম পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়েছেন এবং দেশ পরিবার কর্তৃক গৃহীত হয়েছে তাদের সকল উপজেলা সহ আগামী ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে দেশ এর প্রথম বেতনক্রমে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের বিস্তারিত জানার জন্য আগামী ০৮ নভেম্বর, ২০২০ তারিখ হতে ১০ নভেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এডমিন সেকশনে যোগাযোগের জন্য বলা হয়েছে।’
সবার আন্তরিক সহযোগিতা ও দেশ পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় দেশ সকলের প্রিয় হয়ে উঠবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।